Wellcome to National Portal
Main Comtent Skiped

What kind of service- how to get

উপজেলা মৎস্য দপ্তরের সেবাসমূহঃ

ক) মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।
খ) অফিসে আগত মৎস্য চাষিকে পরামর্শ প্রদান।
গ) প্রয়োজনের নিরিখে মাঠ পর্যায়ে মৎস্য চাষির পুকুর পরিদর্শন।
ঘ) উপজেলা পরিষদের অর্থায়নে স্থানীয়ভাবে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।
ঙ) মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন।
চ) মৎস্য সম্পদ জরীপ, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
ছ) পোনা মাছ অবমুক্তি কার্যক্রম বাস্তবায়ন।
জ) মৎস্য চাষিকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।
ঝ) বাণিজ্যিক ভিত্তিতে মাছচাষে জনগণকে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা প্রদান।
ঞ) মৎস্য অধিদপ্তরাধীন বিভিন্ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন।

সেবা প্রদানকারী কর্মকর্তাঃ 

উপজেলা মৎস্য কর্মকর্তাগণ।

সময়মত সেবা পাওয়া না গেলে যার নিকট অভিযোগ করা যাবেঃ  

জেলা মৎস্য কর্মকর্তা, কুড়িগ্রাম। টেলিফোন- ০৫৮১-৬১৫০১ 

 

জেলা মৎস্য দপ্তর হতে সেবাসমূহঃ

 

১)      মৎস্য চাষ বিষয়ক গ্রুপ/ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/ মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সেবা প্রদান।

২)      জেলা সার্বিক মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান।

৩)     মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতন ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ক সেবা প্রদান।

৪)      অফিসে আগত মৎস্য চাষিদের মৎস্য বিষয়ক পরামর্শ সেবা প্রদান।

৫)      উপজেলা মৎস্য দপ্তর ও মৎস্যবীজ উৎপাদন খামারের মাধ্যমে মাছ ও চিংড়ি প্রদর্শনখিামার স্থাপনে সহায়তা সেবা প্রদান।

৬)     মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।

৭)      মৎস্য চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান।

৮)      বাণিজ্যিক ভিত্তিতে জনগণকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা সেবা প্রদান।

৯)      দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান।

১০)   মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান।

১১)   সরকারী/ আধা সরকারী/ প্রাতিষ্ঠানিক জলাশয়/ প্লাবনভুমিতে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান।

১২)  জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান।

সেবা প্রদানকারী কর্মকর্তাঃ 

জেলা মৎস্য কর্মকর্তা, কুড়িগ্রাম। টেলিফোন- ০৫৮১-৬১৫০১ 

সময়মত সেবা পাওয়া না গেলে যার নিকট অভিযোগ করা যাবেঃ  

 

উপ পরিচালক

মৎস্য অধিদপ্তর

রংপুর বিভাগ

রংপুর।

টেলিফোন- ০৫২১-৬৪৭৭০